নিজস্ব প্রতিনিধি:
অসুস্থ গরুর পচা মাংস বিক্রির অভিযোগে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া বাজারে মো. শরিফুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
আজ সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ৯টার দিকে এ অভিযান পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলার সম্মানিত সহকারী কমিশনার (ভূমি) জনাব সুমাইয়া জাহান ঝুরকা।
জানা যায়, শরিফুল ইসলাম (পিতা: মৃত নয়মদ্দীন খান), গ্রাম: শ্যামপুর, ইউনিয়ন: শ্যামপুর, উপজেলা: মেহেরপুর সদর — অসুস্থ গরুর পচা মাংস বাজারে বিক্রি করছিলেন। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১-এর ২৩ (১) ধারার লঙ্ঘনের দায়ে তাকে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকা বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

