আমঝুপি অফিস:
মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু।
পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে মরিয়ম নামের দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোলায়মান নামের অপর শিশু মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে,সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আব্দুল মালেকের মেয়ে মরিয়ম এবং পার্শ্ববর্তী আব্দুল জব্বারের ছেলে সোলায়মান বাড়ির পাশে সিরাজ উদ্দীনের পুকুর পাড়ে খেলা করছিল। হঠাৎ করে তারা দুজনে পানিতে পড়ে যায়।
পরে স্থানীয়রা পুকুর থেকে মরিয়মের মৃত্যু উদ্ধার করে এবং সোলামানকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।পরে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।