নিজস্ব প্রতিনিধি:
আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ৬ষ্ঠ ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকালে মেহেরপুর পুলিশ লাইন্স-এ এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন মেহেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
প্রশিক্ষণে মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিট থেকে কনস্টেবল হতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মেহেরপুরসহ প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষকবৃন্দ।
কর্মশালায় বক্তারা নির্বাচনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও দক্ষতার ওপর গুরুত্ব আরোপ করেন।

