নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন চাকুরি থেকে অবসর গ্রহণ করায় মেহেরপুর সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জয়নুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেষ রঞ্জন রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, আসাফউদ্দৌলা, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক তৌহিদুল আলম।বিদায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক সেফালী খাতুন।
বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া আফরোজ তুলির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, কুতবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কমর উদ্দিন, টেংরামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসনবী, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আখতার,গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আরেফিন।