Home » মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

কর্তৃক xVS2UqarHx07
186 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন সরকার বেলুন উড়িয়ে মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন। মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক কাজী নজবুজ্জামানের সভাপতিত্ব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান।
বক্তব্য রাখেন স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক। এদিকে এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে সেখানে বেলুন উড়িয়ে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে প্রধান অতিথি সেখানে এসে উপস্থিত হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। প্রধান অতিথি সালাম গ্রহণ করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন