মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে বইছে উৎসবের আমেজে । শিক্ষার্থী, অভিভবক ও শিক্ষকরা উৎসবের আমেজে শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গেটে থার্মোমিটার মাস্ক, হ্যান্ড ওয়াস ও ফুল হাতে নিয়ে শিক্ষার্থদের বরণ করতে শিক্ষকদের দাড়িয়ে অপেক্ষা করতে দেখা গিয়েছে। শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের কোন কোন প্রতিষ্ঠানে জটলা করতে দেখা গিয়েছে। এতে কোথাও কোথাও স্বাস্থ্যবিধি ব্যাঘাত হয়েছে। তবে শিক্ষরা জানিয়েছে দির্ঘদিন বন্ধর পর আজ প্রথম দিন বলে এমনটি হয়েছে। আগামী দিন থেকে অভিভাবকদের প্রতিষ্ঠানে জটলা মেনে নেওয়া হবেনা।
কোমরপুর অনামিকা আইডিয়াল স্কুলের পরিচালক অনিসুর রহমান টিপু বলেন, স্বাস্থ্য বিধি মেনে সরকারী নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষার্থীদের বরণ করছি। এ ছাড়াও বিদ্যালয়ে শিক্ষাথীদের স্বাস্থ্যর দিকে নজর রাখার জন্য ২ শিক্ষিকার সমন্বয়ে একটি বিশেষ পর্যবেক্ষন টিম কাজ করবে।
মেহেরপুর প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন বলেন, স্বাস্থ্য বিধি মেনে উৎসব মুখর পরিবেশে মেহেরপুরের শিক্ষা প্রতিষ্ঠানের দ্বার উম্মুক্ত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ইদের আমেজ চলছে।