Home » মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক কালবেলার তিন বছর পূর্তি

মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক কালবেলার তিন বছর পূর্তি

কর্তৃক xVS2UqarHx07
29 ভিউজ

আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুরে দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আড়ম্বরপূর্ণভাবে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কালবেলা এমন একটি পত্রিকা, যা যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। এই যুগে টিকে থাকা সত্যিই একটি কঠিন কাজ, কিন্তু কালবেলা সেটি করতে পেরেছে।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা সম্ভব, আর কালবেলা ঠিক সেটাই করছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তের খবর জানতে পারি। সংবাদকর্মীদের নিরলস পরিশ্রম ও দায়বদ্ধতার মাধ্যমে দেশের প্রতিটি সেক্টরের উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সাধারণ সম্পাদক ও দৈনিক মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু।

কলেজ শিক্ষক এস. এম. রফিকুল আলম বকুল ও দৈনিক কালবেলার মেহেরপুর জেলা প্রতিনিধি খান মাহমুদ আল রাফির সঞ্চালনায় এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জামিনুর রহমান খান, সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন, দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, এনসিপি মেহেরপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আশিক রাব্বি, সদস্য হাসনাত জামান সৈকত, মোঃ তামিম ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কেক কাটার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন