আমঝুপি অফিস:
মেহেরপুরে বারাদি বাজারে ওয়ালটন শোরুমের তৃতীয় শাখার শুভ উদ্বোধন।
মেহেরপুর জেলার বারাদি বাজারে “ইলেকট্রিক গ্যালারি (৩য় শাখা)” নামে নতুন একটি ওয়ালটন শোরুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় বারাদি কৃষি ব্যাংকের পূর্ব পাশে অবস্থিত ইলেকট্রনিক্স গ্যালারিতে আনুষ্ঠানিকভাবে শোরুমটির উদ্বোধন করা হয়।
শোরুমের স্বত্বাধিকারী ইকবাল হুসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেমাস গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেমাস গ্রুপের পরিচালক সোহেল রানা ডলার, বারাদি বাজার কমিটির সভাপতি আব্দুল হামিদ মোল্লা এবং মোমিনপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ালটন ইলেকট্রনিক্স গ্যালারির ম্যানেজার শরিফুল ইসলাম পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন বারাদি বাজার ওয়ালটন শোরুমের ম্যানেজার জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা নতুন এই শোরুমের মাধ্যমে এলাকাবাসী আরও সহজে ওয়ালটনের মানসম্পন্ন ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ের সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এটি ওয়ালটনের গ্রাহকসেবা ও ব্যবসা সম্প্রসারণে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।