Home » মেহেরপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আটক-৩।

মেহেরপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আটক-৩।

কর্তৃক xVS2UqarHx07
261 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সমর্থকদের বাকবিতন্ডার মাঝে পড়ে মফেজ আলী নামের এক কৃষক নিহত হয়েছেন।
নিহত মফেজ আলী মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামের ভিটাপাড়া এলাকার জামাল আলীর ছেলে।

আজ মঙ্গলবার (২আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে কালিগাংনী গ্রামের ঘোনারমোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।

এলাকায় সূত্রে জানা যায়, চায়ের দোকানে স্থানীয় ইউপি সদস্য কাসেম আলী ও বিএনপি কর্মী সাবদার আলীর মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে কিল-ঘুষি শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে মাটিতে পড়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানা ইনর্চাজ মেজবাহ উদ্দিন বলেন, র‌্যাবের ১২, পুলিশ একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরা হলেন, শুকুর আলীর ছেলে প্রবাস ফেরত জিনারুল ইসলাম, সাবদার আলী ও তার ছেলে হাসানুজ্জামান। কিভাবে সে মারা গিয়েছে ঘটনার তদন্ত চলমান রয়েছে।

উল্লেখ্য, নিহত মফেজ মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন ও ইউপি সদস্য কাসেম আলী সমর্থক।

০ মন্তব্য

You may also like

মতামত দিন