Home » মেহেরপুরে বিদেশি পিস্তলসহ ইউনিয়ন আ.লীগ নেতা আটক

মেহেরপুরে বিদেশি পিস্তলসহ ইউনিয়ন আ.লীগ নেতা আটক

কর্তৃক ajkermeherpur
363 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাহিদ হাসান রাজু (২৯) কে বিদেশি অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা। আজ বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নাহিদ হাসান রাজু মোনাখালি ইউনিয়নের রশিদপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাহিদ হাসান রাজু নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে। এরপর সেনাবাহিনীর একটি দল ভোর ৩ টার দিকে অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।

ওসি আরও জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে আটক নাহিদ হাসান রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন