Home » মেহেরপুরে বিদেশী পিস্তল গুলিসহ বিএনপি নেতা গোলাম মোস্তফা আটক।

মেহেরপুরে বিদেশী পিস্তল গুলিসহ বিএনপি নেতা গোলাম মোস্তফা আটক।

কর্তৃক ajkermeherpur
80 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে যৌথবাহিনীর হাতে বিদেশী পিস্তল ও গুলি সহ এক বিএনপি নেতা আটক। আটককৃত গোলাম মোস্তফা ডাকু গাংনী পৌরসভার ৫ নং ওয়ার্ড চৌগাছা গ্রামের (ভিটা পাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে। এসময় তার কাছ থেকে
একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

আজ রবিবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে চার টার সময় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ সিপিসি-৩, মেহেরপুর কোম্পানীর একটি আভিযানিক দল তার নিজ বাড়িতে গাংনী সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আজ রবিবার সকাল ৯ টার সময় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানী কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ এর কার্যালয় থেকে পাঠানো প্রস বিজ্ঞাপ্তি মোতাবেক এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানী কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ এর কার্যালয়ের কমান্ডার লেফ্টেনেন্ট ওয়াহিদুজ্জামান জানান, আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, বিএনপি নেতা গোলাম মোস্তফা ডাকু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার গ্রেফতার হয়েছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন