নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে লাল টেপ মোড়ানো ৫টি বোমা সাদৃশ্য বস্তু ও ১২টি বড় হাসুয়া পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকালে সদর উপজেলার বারাকপুর গ্রামের আলিফ ব্রিকস্রে অফিস কক্ষের ছাদ থেকে এগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
আলিফ ব্রিকস্রে মালিক চঞ্চল হোসেন জানান, ইটভাটার অফিসের ছাদে উঠার কোন সিঁড়ি নেই। রবিবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে ছাদে পানির লাইনে কাজ করার জন্য এলাকার পানির লাইন মেরামতের মিস্ত্রী মিজানুর রহমান মিজান ছাদে উঠে কাজ করার সময় বোমা সাদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্রগুলো দেখতে পাই। এসময় আমরা সদর থানার ওসি সাহেবকে জানায়।
পরে অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এর নেতৃত্বে পুলিশের একটি টিম ও সদর থানার ওসি শাহ দারা খান ঘটনাস্থল থেকে ৫টি বোমা সাদৃশ্য বস্তু ও ১২টি হাসুয়া উদ্ধার করেন। এ বিষয়ে অপু সরোয়ার জানান, কে বা কারা এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য এগুলো এখানে রেখে যেতে পারে। আমরা তদন্ত করে দেখছি এগুলো কোথা থেকে এলো।
তবে স্থানীয়রা জানান, ইটভাটা মালিক চঞ্চল হোসেনের সাথে এলাকার একটি গ্রুপের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধী গ্রুপের লোকজনরা চঞ্চল হোসেনকে ফাঁসানোর জন্য বোমা সাদৃশ্য বস্তু ও হাসুয়া রেখে যেতে পারে।