Home » মেহেরপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে

মেহেরপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
182 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে জুমের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ লক্ষে মেহেরপুরের একমাত্র মহিলা বীর মুক্তিযোদ্ধা বেগম সালেহাকে সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান মহিলা বীর মুক্তিযোদ্ধা বেগম সালেহার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মমধা মোঃ মুজাহিদুল ইসলাম, প্রফেসর হাসানুজ্জামান মালেক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া,বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ)আব্দুল মালেক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন