আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার বাড়াদি পাটকেল পোতায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাইফুল (৩৫) নামের এক যুবক আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদি পাটকেল পোতা পাঠপোকা বিলে এই ঘটনা ঘটে। আহত সাইফুল মেহেরপুর সদর উপজেলার বাড়াদি পাটকেল পোতা গ্রামের ফরিদ আহমেদের ছেলে।
জানা গেছে, বিলে মাছ ধরাকে কেন্দ্র করে সাইফুল ও সবুজ নামের দুই যুবকের ভিতর কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে সবুজ তার আরো কয়েকজন বন্ধুকে নিয়ে সাইফুলকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করে। সবুজ মেহেরপুর সদর উপজেলার বাড়াদি পাটকেল পোতা গ্রামের মারফত আলীর ছেলে।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।