Home » মেহেরপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজাসহ একজন আটক।

মেহেরপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজাসহ একজন আটক।

কর্তৃক ajkermeherpur
22 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুর সদর উপজেলার বালিয়াঘাট পূর্বপাড়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজা সহ রাসেল (৩১) নামের এক যুবককে আটক করেছে প্রশাসন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মেহেরপুরের সহযোগিতায় গাঁজা সহ হাতেনাতে তাকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাসেলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড প্রদানের পর দণ্ডপ্রাপ্তকে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মেহেরপুরের একটি রেইডিং টিম অংশ নেয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন