নিজস্ব প্রতিবেদক:
মাদক সেবন করে বিরক্তিকর আচরণ করার দায়ে ইবনে মিজানুর রহমান নামের এক জনকে ২৫ দিনের কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট।
মঙ্গলবার বিকেলের দিকে মোবাইল কোর্ট বসিয়ে ইবনে মিজানুর রহমানকে ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ইবনে মিজান মেহেরপুর শহরের মল্লিক পাড়ার বদিউজ্জামান তরুণের ছেলে।
জানা গেছে ইবনে মিজানুর রহমান মাদক সেবন করে বিরক্তিকর আচরণ করায় মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাকে আটক করা হয়। পরে সেখানে মোবাইল কোর্ট বসানো হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মাদক সেবন করে বিরক্তকর আচরণ করার দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ২৫ দিনের কারাদণ্ডাদেশ দেন।
মোবাইল কোট পরিচালনার সময় মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।