Home » মেহেরপুরে মানসিক প্রতিবন্ধী যুবক রাফি নিখোঁজ।

মেহেরপুরে মানসিক প্রতিবন্ধী যুবক রাফি নিখোঁজ।

কর্তৃক ajkermeherpur
14 ভিউজ

# নিখােঁজ সংবাদ #

মাে : রাফি নামের একজন ছেলে হারিয়ে গেছে। সে মানসিক প্রতিবন্ধী।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মেহেরপুরের গাংনী র‍্যাব ক্যাম্পের পাশে ভাড়া বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে গাংনী থানায় একটি জিডি করা হয়েছে। যার নং-৮৬৯।তারিখ-২০/০৯/২০২৫ ইং। যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পান তাহলে নিম্নলিখিত মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

01731933809 (ছেলের মা আসমা খাতুন)।

০ মন্তব্য

You may also like

মতামত দিন