Home » মেহেরপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ।

মেহেরপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ।

কর্তৃক ajkermeherpur
20 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জুলাই-২০২৫ মাসের “মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার জনাব মাকসুদা আকতার খানম, পিপিএম।

সভায় পুলিশ সুপার সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উস্কানি, মাদক নির্মূল, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে জেলার অফিসার ও ফোর্সদের আইনের আলোকে কার্যকর দিক-নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে জেলার জনগণের জন্য পুলিশিং সেবা প্রদানে কঠোর নির্দেশনা দেন।

এ সময় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জুলাই-২০২৫ মাসে মাদকদ্রব্য উদ্ধার, সাজা ওয়ারেন্ট তামিল ও আসামী গ্রেফতারসহ ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবদুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভা শেষে জেলা হতে বদলি হওয়া পুলিশ পরিদর্শক জনাব গোপাল কুমারকে বিদায় সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার জনাব মাকসুদা আকতার খানম, পিপিএম।

০ মন্তব্য

You may also like

মতামত দিন