নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে মুজিব শতবর্ষ স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে অরণি থিয়েটারের পঞ্চাশটি কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতা, চিত্রাংকন, নৃত্য, আবৃত্তি এবং একক অভিনয় সহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন অরণী থিয়েটারের সভাপতি নিশান সাবের, সাধারণ সম্পাদক আতিক স্বপন, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম।
অরণি থিয়েটার ও অরনি চিলড্রেনস থিয়েটারের উদ্যোগে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।