Home » মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা।

মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা।

কর্তৃক ajkermeherpur
180 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া ও সাহারবাটি বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অপরাধে ফারুক হোসেন নামের এক ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

আজ বুধবার (৮ অক্টোবর) দুপুর ২টার সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

মামুনুল হাসান জানান, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের কারণে নওয়াপাড়ার ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুসারে মেসার্স ফারুক ট্রেডার্সের মালিক ফারুক হোসাইনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং দ্রুততম সময়ে ত্রুটি সংশোধন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনার সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন