আজকের মেহেরপুর ডেস্ক:
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে মোঃ জুনাইদ (১৭) নামের এক কিশোর মারাত্মক আহত হয়েছে। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার দিনদত্ত ব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে। আহত জুনায়েদ সদর উপজেলার রাজনগর গ্রামের মোঃ জহুর আলীর ছেলে।
জানা গেছে ঘটনার সময় জুনায়েদ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে তার নানার বাড়ি ইসলাম নগর আসার পথে পথিমধ্যে দিনদন্ত ব্রিজ পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।