Home » মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী ফেরত যুবকের মৃত্যু

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী ফেরত যুবকের মৃত্যু

কর্তৃক ajkermeherpur
93 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় সুজন আলী (২৬) নামে এক প্রবাসী ফেরত যুবক নিহত হয়েছেন। নিহত সুজন আলী উপজেলার ধানখোলা ইউনিয়নের খড়মপুর গ্রামের ইমাদুল হকের ছেলে।

আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে ধানখোলা ইউনিয়নের আড়পাড়া উপ-হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুজন খড়মপুর গ্রাম থেকে তার শ্বশুরবাড়ি বেড় গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে তার চালানো এফজেডএস ভার্সন টু মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আড়পাড়া উপ-হাসপাতালের সীমানা প্রাচীরের পিলারের সাথে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই লাল মিয়া জানান, তার ভাই সুজন মালয়েশিয়ায় কর্মরত ছিলেন প্রায় দুই মাস আগে ছুটিতে বাড়িতে আসেন। হঠাৎ এমন দুর্ঘটনায় পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারুক হোসেন বলেন, সুজন আলীকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন