Home » মেহেরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

মেহেরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

কর্তৃক ajkermeherpur
32 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা যুবদলের অন্যতম যুগ্ম সম্পাদক হুজাইফা ডিক্লেয়ার এর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ এবং শিশু পরিবারে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকালে শহরের মল্লিকপাড়াস্থ জেলা যুবদলের কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এশিয়া নেট মোড়ে গিয়ে শেষ হয়।

বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান ভিকু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহমুদ সানি, সাবেক ছাত্রনেতা হাসানুর রহমান বিট্টু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অভি, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, স্বপন, রাজু, দেলোয়ার, আসলাম, ইমরানসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

র‍্যালি শেষে মেহেরপুর শিশু পরিবারে (এতিমখানা) গিয়ে এতিম শিশুদের সঙ্গে কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন