আমঝুপি অফিস:
মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে মোটরসাইকেলসহ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায়।
মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে মোটরসাইকেলসহ ঝুঁকিপূর্ণ ৪৫টি যানবাহন চালকের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ঈদ আনন্দ উৎযাপনে সড়কে শৃংখলা ধরে রাখতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সহায়তায় অভিযান চলছে। মঙ্গলবার মুজিবনগর কমপ্লেক্স, কেদারগঞ্জ বাজার ও গাংনীতে পৃথক অভিযানে যানবাহন মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোটরসাইকেলের লাইসেন্স না থাকা, চালকের লাইসেন্স ও হেলমেট না থাকা এবং স্যালোইঞ্জিন চালিত ঝুঁকিপূর্ণ অবৈধ যানবাহনে মানুষ বহনের দায়ে ৪৫ টি মামলা দেয় ট্রাফিক কর্মকর্তারা। আইন মেনে সড়কে যানবাহন চালানোর মুচলেকা দেয় আটক যানবাহন মালিক ও চালকরা। প্রাথমিক সতর্কতা হিসেবে তাদের কাছ থেকে ১ লাখ ১০ টাকা জরিমানা আদায় করা হয়।
মেহেরপুর ট্রাফিক ইন্সেপেক্টর ইসমাইল হোসেন জানান, ঈদের আনন্দ উপভোগ করার ক্ষেত্রে সড়কগুলো হয়ে পড়ে অনিরাপদ। অপ্রাপ্ত বয়স্কদের হাতে মোটরসাইকেল এবং স্যালোইঞ্জিন চালিত অবৈধ যানবাহনযোগে টিনেজাররা সড়কে উন্মাদনা করে বেড়ায়। উচ্ছৃংখল এসব কর্মকাÐ প্রতিরোধে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে এবার আগেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। যার আলোকে ঈদের দিন থেকে যৌথ বাহিনীর সহায়তায় সড়ক অভিযান পরিচালনা করা হচ্ছে। যা অব্যহত থাকবে বলেও জানান তিনি।