নিজস্ব প্রতিবেদক:
৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সারাদেশে একযোগে পালন করা হবে ২৫তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। এর ধারাবাহিকতায় মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল থেকে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক নাশক ট্যাবলেট খাওয়ানো শুরু হয়। প্রধান শিক্ষক তাজউদ্দীন উপস্থিত থেকে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।