Home » মেহেরপুরে শিক্ষা সংস্কার ও শিক্ষকদের সমস্যা সমাধনে বিক্ষোভ, প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান

মেহেরপুরে শিক্ষা সংস্কার ও শিক্ষকদের সমস্যা সমাধনে বিক্ষোভ, প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান

কর্তৃক xVS2UqarHx07
33 ভিউজ

মেহেরপুরে শিক্ষা সংস্কার ও শিক্ষকদের নানাবিধ সমস্যা সমাধনের দাবিতে শিক্ষকদের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি শেষে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা শহরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, “দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকরা অগ্রণী ভূমিকা রাখছেন, কিন্তু তাদের ন্যায্য দাবি-দাওয়া দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে।” তারা আরও বলেন, শিক্ষা খাতে টেকসই সংস্কার, ন্যায্য বেতন কাঠামো, পদোন্নতি, পেনশন সুবিধা ও অন্যান্য মৌলিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বেগবান করা হবে।

পরে শিক্ষক প্রতিনিধিরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন—
ফেডারেশন সভাপতি, ফেডারেশন সেক্রেটারি, গাংনী উপজেলা ফেডারেশন সভাপতি আবুল হাসেম, মজিবনগর উপজেলা সভাপতি মোশারব হোসেন, সদর উপজেলা সভাপতি মোখলেছুর রহমান, কলেজ পরিষদ সভাপতি রকিবুল আলম, কারিগরি পরিষদ সভাপতি আরিফুল ইসলাম, মাধ্যমিক পরিষদ সেক্রেটারি জাব্বরুল ইসলাম, মাদরাসা পরিষদ সভাপতি মাওলানা মাহবুব-উল-আলম, করমদি ডিগ্রি কলেজ অধ্যক্ষ ড. এমদাদুল হক, এবং এআরবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ারুজ্জামান।

শিক্ষক নেতারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত শিক্ষকদের দাবিগুলো বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ নেবে, যাতে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা একযোগে প্রতিষ্ঠিত হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন