Home » মেহেরপুরে শীতার্থদের পাশে এনসিপি, অসহায়দের মাঝে কম্বল বিতরণ

মেহেরপুরে শীতার্থদের পাশে এনসিপি, অসহায়দের মাঝে কম্বল বিতরণ

কর্তৃক ajkermeherpur
12 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

মেহেরপুরে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে এনসিপির পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের নেতৃবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মেহেরপুর জেলার যুগ্ম-সমন্বয়কারী আরিফ খানের সভাপতিত্বে আয়োজিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক সাজেদুর রহমান ও মুজাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী আশিক রাব্বি, তামিম ইসলাম, হাসনাত জামান সৈকত, তৌহিদ রবিন, আমির হামজা সহ অন্যান্য নেতা-কর্মীরা।

নেতৃবৃন্দ জানান, মানুষের পাশে থাকা এনসিপির অঙ্গীকারের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা বলেন, “শীতে যতদিন কষ্ট থাকবে, ততদিন আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

০ মন্তব্য

You may also like

মতামত দিন