আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডুকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসাবে (৬ষ্ঠ) বারের মত নগদ অর্থ পুরস্কার দেন।
আজ শনিবার দুপুর ২টার সময় মেহেরপুর পুলিশ অফিসে পুরুস্কার বিতরণ অনুঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রাফিউল আলম শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার অজয় কুমার কুন্ডুকে স্বীকৃতি স্বরূপ তার হাতে পুরুস্কার তুলেদেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন জনাব মোঃ জামিরুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মোঃ অপু সরোয়ার,মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলীসহ সকল থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন।
পুরুস্কার পাওয়ায় অজয় কুমার কুন্ডু মেহেরপুর জেলার সকল পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এছাড়াও তিনি বলেন, জেলা গোয়েন্দা শাখা, মেহেরপুর এর অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলী স্যার যিনি আমাকে কাজ করার স্বাধীনতা প্রদান করেছেন।
এছাড়াও কৃতজ্ঞতা জানান টিম জেলা ডিবিকে যারা সব সময় আমার সাথে থেকে সমস্ত কাজে নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং পাশে থেকেছেন। আশা করি আপনাদের সকলের আশীর্বাদে টিম জেলা ডিবির সাফল্য অব্যাহত থাকবে। তিনি সকলের দোয়া কামনা করছেন এবং তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন