Home » মেহেরপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক রাশেদ।

মেহেরপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক রাশেদ।

কর্তৃক xVS2UqarHx07
204 ভিউজ

আমঝুপি অফিস:

 

মেহেরপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক রাশেদ

 

মেহেরপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন জাতীয় দৈনিক জনবাণীর মেহেরপুর জেলা প্রতিনিধি রাশেদ খাঁন। রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শহরের শিশুবাগান পাড়ায় মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় একটি ঘটনার সংবাদ সংগ্রহের জন্য পরিচিত অন্য একজন সাংবাদিকসহ ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে আমি পেশাগত দায়িত্ব পালনের জন্য সংবাদ সংগ্রহের লক্ষ্যে মোবাইল ফোনে দুইজন ঘটনার ভিডিও ধারণ করে। ভিডিও ধারণকালে একই এলাকার ফজলুর ছেলে সুজন, মফের ছেলে সোহেল, মৃত আব্দুর রশিদের ছেলে মাসুম, ম‍্যাগার ছেলে হৃদয় ও জীবন, মৃত ফড়ুর ছেলে রাসেল, রুবেল সাধুর ছেলে সোহাগ, ভয়নের ছেলে আকাশ, বেরেলের ছেলে শাহীন ও আলমগীর একজোট হয়ে তেড়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা হাতে থাকা মোবাইল

জোরপূর্বক কেড়ে নেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে।

 

এবিষয়ে মেহেরপুর সদর থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন