Home » মেহেরপুরে সড়ক ও জনপথ বিভাগে দুদকের অভিযান

মেহেরপুরে সড়ক ও জনপথ বিভাগে দুদকের অভিযান

কর্তৃক xVS2UqarHx07
352 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (বাংলাদেশ)। বুধবার দুপুরের দিকে দুদক সমন্বিত কুষ্টিয়া অঞ্চলের উপ পরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন সময় মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে অফিসে অনুপস্থিত ছিলেন। একইসাথে অনুপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম। উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান উপস্থিত থাকলেও তিনি জানান একদিন পূর্বে তিনি মেহেরপুরে যোগদান করেছেন।

দুদক সমন্বিত কুষ্টিয়া অঞ্চলের উপ পরিচালক আলমগীর হোসেন জানান, অনিয়মের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন কাজের কাগজপত্র দেওয়ার জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে। তিনি বলেন, কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত তথ্য জানানো হবে। এদিকে সড়ক ও জনপথ বিভাগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন না করায় দুদকের প্রতিনিধি দল ক্ষোভ প্রকাশ করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন