Home » মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন গুরুতর আহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন গুরুতর আহত

কর্তৃক xVS2UqarHx07
424 ভিউজ

ভ্রাম্যমাণ প্রতিনিধি ইউনুস আলী:

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন গুরুতর আহত হয়েছে। রবিবার গভীর রাতে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ইম্প্যাক্ট নার্সিং ইনস্টিটিউটের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ট্রাকের ড্রাইভার জালাল হোসেন গুরুতর আহত হয়েছ। ট্রাকটি দুমড়ে-মুচড়ে সেখানে পড়ে রয়েছে। জানা গেছে সার বোঝাই ট্রাকটি যশোর নোয়াপাড়া থেকে সার বোঝায় করে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ার দিকে যাচ্ছিলো ।

রাত ১ টার দিকে ট্রাকটি ইমপ্যাক্ট এর কাছে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে দ্রুতগতিতে ধাক্কা মারে। এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকের ড্রাইভার জালাল হোসেন ট্রাকে বসে থাকলেও হেলপার গাড়ি চালাচ্ছিল বলে জানা গেছে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন