আমঝুপি অফিস:
মেহেরপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামের ইফতারি মাহফিল
মেহেরপুরে গণমাধ্যম কর্মীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রচার ও মিডিয়া বিভাগ,মেহেরপুর শাখা।
শনিবার(২৯ মার্চ) বিকেল ৫টার দিকে শহরের সেভেন সেন্স রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রচার ও মিডিয়া বিভাগ, মেহেরপুর শাখা।
জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি খায়রুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা তাজউদ্দিন খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা আমীর সোহেল রানা, জেলা কর্মপরিষদ সদস্য আল-আমিন ইসলাম বকুল, জেলা ব্যবসায়ী বিভাগ সভাপতি সাইফুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহাবুবুল হক পোলেন, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সাংবাদিক আল-আমিন,খাঁন মোহাম্মদ রাফি,দিলরুবা খাতুন, ফারুক মল্লিক,এস ই বাবু, আক্তার হোসেন, নাছিম, তুহিন, সেলিম রেজা , সাদিক, পাতা, কামরুল, নীরব, হামিদুল, মিজানুর রহমান অপু ,মাসুদ,শাহিন আলম সহ স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।