Home » মেহেরপুরে সীমান্তে মা ও তার দুই মেয়েকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ।

মেহেরপুরে সীমান্তে মা ও তার দুই মেয়েকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ।

কর্তৃক xVS2UqarHx07
30 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে মা ও তার দুই মেয়েকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। আজ শুক্রবার (৫ আগষ্ট) সকালে বিজিবি সদস্যরা তিনজনকে আটক করে মুজিবনগর থানায় সোপর্দ করেছে।

এরা হলেন- বাগেরহাট জেলার আব্দুস সালামের স্ত্রী মমতা বেগমদ (৫৭) ও তার দুই মেয়ে ময়না বেগম (৩০) এবং মাহিনুর (২৫)।

মমতা বেগম জানান, ৩০ বছর আগে থেকে তিনি ভারতের হরিয়ানায় বসবাস করতেন। দুই মেয়েকে ভারতেই বিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে ভারতীয় পুলিশ তাদেরকে আকস্মিকভাবে আটক করে বিএসএফ এর কাছে দেয়। বিএসএফ সদস্যরা আজ সকালে কাটাতারের বেড়া খুলে বাংলাদেশের দিকে আসতে বাধ্য করে।

পুলিশ সুত্রে জানা গেছে, দারিয়ার সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১১২ এর ৩ এস পিলার এলাকায় বাংলাদেশ ভূখণ্ড থেকে তাদেরকে আটক করা হয়।

মুজিববনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটক তিন জনের দেওয়ার ঠিকানা যাচাই করার জন্য বাগেরহাটে পুলিশের কাছে বার্তা দেওয়া হয়েছে। নাম ঠিকানা সঠিক হলে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন