Home » মেহেরপুরে ১২০ টাকায় চাকরি পেলেন  ৯ জন 

মেহেরপুরে ১২০ টাকায় চাকরি পেলেন  ৯ জন 

কর্তৃক xVS2UqarHx07
44 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

মেহেরপুরে ১২০ টাকায় চাকরি পেলেন  ৯ জন

 

 

“সেবার ব্রতে চাকরি” — এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা পুলিশ লাইন্সে আজ বৃহস্পতিবার ২২ই মে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা গ্রহণের পর মোট ০৯ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয়।

 

নিয়োগ বোর্ডের সভাপতি ও মেহেরপুর জেলার পুলিশ সুপার জনাব মাকসুদা আকতার খানম, পিপিএম, আনুষ্ঠানিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি সকল প্রার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বলেন, “প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমরা মেধা, যোগ্যতা এবং স্বচ্ছতাকেই প্রধান্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেছি।”

 

চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে অনেক প্রার্থী আবেগপ্রবণ হয়ে পড়েন, যা তাদের স্বপ্নপূরণের সাক্ষ্য বহন করে।

 

নিয়োগ বোর্ডে আরও উপস্থিত ছিলেন জনাব এ এস এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা এবং জনাব প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া।

 

এই নিয়োগ প্রক্রিয়া জেলা পুলিশের প্রতি জনগণের আস্থা ও নির্ভরযোগ্যতার প্রমাণস্বরূপ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন