Home » মেহেরপুর১ – মাসুদ অরুণ মেহেরপুর -২ আমজাদ হোসেন

মেহেরপুর১ – মাসুদ অরুণ মেহেরপুর -২ আমজাদ হোসেন

কর্তৃক ajkermeherpur
30 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেহেরপুর জেলার দুটি আসনের প্রার্থী ঘোষণা করেছে। আজ (সোমবার) বিকেলে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।

ঘোষণায় বলা হয়েছে, মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর) আসনে বিএনপি’র প্রার্থী হচ্ছেন দলের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে দলের মনোনয়ন পেয়েছেন আমজাদ হোসেন।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় উচ্চপর্যায়ের অনুমোদনের পর প্রার্থীদের নাম চূড়ান্ত করে এদিন বিকেলে ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকেই জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তা ও শুভেচ্ছা জানিয়েছেন।

মাসুদ অরুন মনোনয়ন ঘোষণার মেহেরপুর নিউজকে বলেন, “বিএনপি আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সেটি জনগণের কাছে পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টা করব। মেহেরপুরের মানুষের ভালোবাসাই আমার শক্তি। ইনশাআল্লাহ, জনগণের ভোটে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব।” তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য পরিবর্তনের রাজনীতি। জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য আমরা মাঠে আছি এবং থাকব।”

উল্লেখ্য, মাসুদ অরুন পূর্বে মেহেরপুর-১ আসন থেকে বিএনপি’র মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে আমজাদও মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি’র মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন