Home » মেহেরপুর এমজিএইসএস ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ।

মেহেরপুর এমজিএইসএস ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ।

কর্তৃক xVS2UqarHx07
24 ভিউজ

আমঝুপি অফিস:

 

মেহেরপুর এমজিএইসএস ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ।

 

মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম বলেছেন, আমরা মেহেরপুরে আর ক্যাসিনো দেখতে চায় না, আমরা মেহেরপুরে সড়ক দুর্ঘটনা দেখতে চায় না, আমাদের পরবর্তী বংশধরকে ভালো রাখতে হলে নেশা ছাড়তে হবে, ভালো কাজ করতে হবে। পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেহেরপুর এমজিএইসএস ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

 

পুরস্কার বিতরণ অনুষ্ঠান অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ২০০২ ব্যাচের অধিনায়ক ইমরুল কায়েস, ২০১৩ ব্যাচের অধিনায়ক বরকত। পরে চ্যাম্পিয়ন ২০০২ ব্যাচ, রানার আপ ২০১৩ ব্যাচসহ ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ, সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর মাঝে পুরস্কার বিতরণ করেন।টুর্নামেন্টে ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও সর্বোচ্চ রান সংগ্রহকারী ইমরুল কায়েস। সর্বচ্চ উইকেট শিকারি একই দলের সোহাগ।

 

 

এছাড়াও গ্রুপ পর্বের ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার গ্রহণ করেন সোনালী অতীতের মিলন, ২০০২ ব্যাচের ইমরুল কায়েস, ২০০৯ ব্যাচের লিটু, ২০১৩ ব্যাচের রাতিন, ২০১৫ ব্যাচের অভি, ২০০১ ব্যাচের শাওন, ২০১৩ বাচের সম্রাট, ২০১৪ ব্যাচের রাফি, সোনালী অতীতের লিটন, ২০১৬ ব্যাচের সাজ্জাদ, ২০০৯ এর লিটু, ২০০২ এর কায়েস। এবং সেমিফাইনালে ২০১৩ রাতিন এবং ২০০২ এর সোহাগ পুরস্কার লাভ করেন।

 

 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন