আমঝুপি অফিস:
মেহেরপুর কামদেবপুরে জামে মসজিদে চুরি।
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের কামদেবপুর গ্রামের জামে মসজিদ থেকে চুরির ঘটনা ঘটেছে।
কামদেবপুর জামে মসজিদ গত কাল (২৬ আগষ্ট) বুধবার আনুমানিক রাত ৩টার সময় মসজিদের প্রধান গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ভিতরের দানবাক্স ভেঙ্গে ও সিন্ধুকের তালা ভেঙ্গে আনুমানিক নগদ ১২ হাজার টাকা ও ১টি ব্যাটারি চুরি হয়েছে। এ ঘটনায় স্থানিয় লোকজন আতংকে দিনজাপন করছে।
বিস্তারিত আসিতেছি..