আমঝুপি অফিস’
মেহেরপুর কালেক্টরেট স্কুল ও কলেজের প্রয়াত আয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান।
মেহেরপুর কালেক্টরেট স্কুল ও কলেজের একনিষ্ঠ কর্মী, সদ্যপ্রয়াত আয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ রেহেনা ইয়াসমিন এবং সহকারী শিক্ষক সেলিনা আফরোজা, নাজমা আক্তার, ফাতেমা খাতুন, শাহানা আক্তার, খন্দকার বদরুদ্দোজা, রওশন আরা, শাহিনা আফরোজা ও বিথী খাতুনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা।
প্রয়াত আয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। শিক্ষকরা বলেন, তিনি একজন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মী ছিলেন। বিদ্যালয়ের কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই তার আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।