আমঝুপি অফিস:
মেহেরপুর জেলার গাংনী উপজেলায় পথচারীদের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে গাংনী থানাধীন ধানখোলা সড়কে। পথচারীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় একটি সংঘবদ্ধ দল। ঘটনার পরপরই গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার করে।
পুলিশ জানায়, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো: কামরুজ্জামান শিহাব কাবীরুল (২৮), পিতা–কালাম আলী, শাকিব (২৫), পিতা–মাসুদ, মুরসালিন (৩৩), পিতা–মোকাদ্দেস মোকা গাংনী মাঠপাড়া, মিকাইল (১৯), পিতা–আজাদ আলী, সাং–শ্যামপুর, জাহিদ হোসেন (২১), পিতা–ওসমান আলী মীর, সাং–শ্যামপুর মীরপাড়া
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে। তদন্ত শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।