Home » মেহেরপুর গাংনীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই শেষে সেনাবাহিনীর হাতে সোপর্দ বিস্তা।

মেহেরপুর গাংনীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই শেষে সেনাবাহিনীর হাতে সোপর্দ বিস্তা।

কর্তৃক ajkermeherpur
171 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুরের গাংনীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন আব্দুর রউফ নামে এক ব্যক্তি। স্থানীয়দের হাতে আটক হয়ে গণধোলাই খাওয়ার পর তাকে গাংনী সেনাবাহিনী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় গাংনীর পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কথিত সাংবাদিক আব্দুর রউফ ওই গ্রামের মৃত ডাক্তার আব্দুল মান্নানের ছেলে ডাক্তার মাবুদের কাছে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে। পূর্বে সে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের মাধ্যমে ২০ হাজার টাকা আদায় করে। আজ সন্ধ্যায় পুনরায় আরও টাকা দাবি করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় জনতা আব্দুর রউফকে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে গাংনীতে অবস্থানরত সেনাবাহিনীর হাতে তুলে দেয়।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন