Home » মেহেরপুর গাংনী আইন শৃঙ্খলা চোরাচালান প্রতিরোধ সভা উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর গাংনী আইন শৃঙ্খলা চোরাচালান প্রতিরোধ সভা উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।

কর্তৃক ajkermeherpur
17 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুরের গাংনীতে আইন শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। আলোচনা সভায় সড়ক দুর্ঘটনা ও আইনশৃঙ্খলাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-আজিজ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, বামন্দি ইউপি চেয়ারম্যান শাহা আলমসহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় সড়কে শৃঙখলা ফেরাতে ট্রাফিকিং জোরদার করা, শিক্ষা ব্যাবস্থার উন্নয়নে বিদ্যালয়গুলোতে নিয়মিত মনিটরিং করা, পুলিশের কার্যক্রম গতিশীল করতে আহবান জানানো হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন