আমঝুপি অফিস:
মেহেরপুরের গাংনী-ধানখােলা সড়কের একই স্থানে আবারাে ডা-কা-তির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,মঙ্গলবার ছিলাে গাংনী বাজারের সাপ্তাহিক হাট। এ হাট থেকে ও বাজার থেকে গাংনী উপজেলার ধানখােলা, মহিষাখােলা,আড়পাড়া ও শানঘাটসহ বিভিন্ন গ্রামের মানুষ গাংনী-ধানখােলা সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। সড়কের বিল্লাল নার্সারী নামক মােড়ে আগে থেকে ওঁত পেতে থাকা একটি ডা-কা-ত-দল একে একে পথচারীদের গতিরােধ করে। এক পর্যায়ে সড়কের পাশে নামিয়ে নিয়ে তাদের বেঁধে রাখে। সেই তাদের কাছ থেকে নগদ টাকা ও মালামাল লু-ট করে নিয়ে ৩টি ককটেল বি-স্ফাে-রণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তবে কেউ হতাহত হয়নি বলে তাৎক্ষণিক ভাবে জানা গেছে।
এদিকে,খবর শুনে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি বানী ইসরাইল সাংবাদিকদের জানান,ডাকাতদের আটক করতে পুলিশ অভিযানে নেমেছে।
উল্লেখ্য,গত কয়েক মাস পূর্বে একই স্থানে ককটেল বিস্ফােরণ ঘটিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এভাবে একের পর এক ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।