Home » মেহেরপুর- চুয়াডাঙ্গা তাপমাত্রা কমে ৭ দশমিক ৫ ডিগ্রি

মেহেরপুর- চুয়াডাঙ্গা তাপমাত্রা কমে ৭ দশমিক ৫ ডিগ্রি

কর্তৃক ajkermeherpur
109 ভিউজ

প্রতিনিধি: তন্ময় সাহা

মেহেরপুরে ও চুয়াডাঙ্গা তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশার কারণে দুই দিন ধরে সূর্যের দেখা মেলেনি।

উত্তর দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে শীতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

শীতের তীব্রতা বাড়ায় বিশেষ প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। দিনভর বাতাসে শীতের অনুভূতি বেশি থাকছে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। শীতের তীব্রতা উপেক্ষা করে জীবিকার তাগিদে অনেককেই ঘর থেকে বের হতে হচ্ছে।

কৃষিশ্রমিক সুইট আলী জানান, কয়েক দিন ধরে শীত অনেক বেশি। এত ঠান্ডায় মাঠে কাজ করা খুবই কষ্টকর হয়ে পড়েছে। এর মধ্যে টানা দুই দিন সূর্যের দেখা না থাকায় ঠান্ডা আরও বেড়েছে। তারপরও ভালো ফসলের আশায় কষ্ট করে কাজ করতে হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক জামিনুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৬টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

০ মন্তব্য

You may also like

মতামত দিন