আমঝুপি অফিস:
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নবনির্মিত ভবন পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দ্রুত ভবনটির উদ্বোধনের আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক সাহরিয়ার শাইলা জাহান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা প্রমুখ।