নিজস্ব প্রতিনিধি:
২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে চলমান দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে এবং রোগীবান্ধব হাসপাতাল নিশ্চিতকরণ ও তত্ত্বাবধায়কের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে মেহেরপুরের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ নাগরিকেরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে। রোগীদের প্রতি চিকিৎসক ও কর্মচারীদের অবহেলা, চিকিৎসা সরঞ্জামের সংকট, দালালচক্রের দৌরাত্ম্য এবং তত্ত্বাবধায়কের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
বক্তারা বলেন, সরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও এখানে সাধারণ রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দালালচক্র রোগীদের নির্দিষ্ট বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে কমিশন বাণিজ্য চালাচ্ছে। এতে সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে।
সমাবেশে বক্তারা দ্রুত হাসপাতালের দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তত্ত্বাবধায়কের অপসারণের দাবি জানান। তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি পূরণ না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন—শাপলা শেখ, ক্রীড়া সংগঠক এ এস লিটন, আহত জুলাই যোদ্ধা খন্দকার মুইজ উদ্দিন, মাদ্রাসা শিক্ষক আব্দুস সালাম, কলেজ ছাত্র মারুফ ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিন্টু মোল্লা, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মল্লিকপাড়া যুব সংঘের সভাপতি মো. হাসনাত জামান সৈকত এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) জেলা কমিটির সদস্য শাওন শেখ প্রমুখ।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালকে একটি সত্যিকারের রোগীবান্ধব ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে রূপান্তর করবে।

