আজকের মেহেরপুর ডেস্ক:
নভেম্বর মাসে মেহেরপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হওয়ার গৌরব অর্জন করেছেন এসআই অজয় কুমার কুন্ডু। তিনি জেলা গোয়েন্দা (ডিবি) বিভাগে কর্মরত আছেন।
সোমবার তার হাতে শ্রেষ্ঠ অফিসারের সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার রাফিউল আলম।
অজয় কুমার কুন্ডু একজন চৌকস পুলিশ অফিসার। ডিবিতে যোগদানের পর থেকেই তিনি মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। নিজের শ্রেষ্ঠত্ব দিয়ে তিনি পেশাগত দায়িত্ব পালন করছেন বলে জানান তার সহকর্মীরা। তার সম্মাননা প্রাপ্তিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।