মোঃ আব্দুল হামিদ বার্তা সম্পাদকঃ
তাবলীগ জামাতের চলমান সংকট নিরসন ও ভ্রান্ত আকীদা সম্পন্ন ভারতের মাওলানা সাদ কান্দলভী মতাদর্শীদের যাবতীয় কার্যক্রম বন্ধকরন ও টঙ্গীর মাঠে সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে এ মানববন্ধন স্মারকলিপি প্রদান করা হয়,মেহেরপুর জেলা ওলামা পরিষদ ও ইমাম পরিষদের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামী বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম,মেহেরপুর জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান, গোলাম রহমান, আমির হোসেন, মুফতি হোসাইন আহমেদ, মুফতি আবু বক্কর প্রমুখ,পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ স্মারকলিপি গ্রহণ করেন, স্মারকলিপিতে দফা দাবি পেশ করা হয়, দাবিগুলোর মধ্যে রয়েছে রাতের অন্ধকারে তাবলীগের ঘুমন্ত নিরিহ সাথীদের উপর হামলাকারী সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেফতার,আহত ও নিহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসা ব্যবস্থা করা,টঙ্গী ময়দানে সুরা ভিত্তিক পরিচালিত তাবলীগের সাথী ওলামায়ে করামের অধীনে ছিল তাদের কাছে হস্তান্তর করা,অতিসত্বর কাকরাইলের সকল কার্যকলাপ থেকে সাদপন্থীদের বহিষ্কার করা।
সারাদেশে কওমি উলামায়ে কেরাম ও সূরা ভিত্তিক পরিচালিত তাবলীগের সাথীদের উপর হামলা বন্ধ করে পূর্ণ নিরাপত্তা মূলক ব্যবস্থা করা,সন্ত্রাসীদের গডফাদার ইঞ্জিনিয়ার ওয়াসিফ, তার ছেলে উসামা মুয়াজ বিন নূর,জিয়া বিন কাসিম, আব্দুল্লাহ মানসুর রেজা আরিফ সহ সকলকে গ্রেফতার করা,এবং কাকরাইল মসজিদে প্রবেশ গবং তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার মাঠে তাদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা।