নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি-র উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহারের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার নবাগত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন রেজা সঞ্চালনায় কনফারেন্সে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,পিপি পল্লব ভট্টাচার্য,মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মিয়াজান আলী, সাবেক সভাপতি ইব্রাহিম শাহীন, শফিকুল আলম, সদর থানার ওসি শাহ দারা, মুজিবনগর থানার ওসি আবুল হাশেম,ডিবির ওসি জুলফিকার আলী, কোর্ট ইনস্পেক্টর মোহাম্মদ আলী, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তুল্লাহ,মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন প্রমূখ।