Home » মেহেরপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ মদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেরপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ মদক ব্যবসায়ী গ্রেফতার

কর্তৃক xVS2UqarHx07
249 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর জেলা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ মেহেরপুর শহরের মাদক ব্যবসায়ী রাজকুমারকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকালের দিকে অভিযান চালিয়ে রাজকুমারকে গ্রেফতার করেন। রাজকুমার মেহেরপুর শহরের ঘোষ পাড়ার মাধব চন্দ্রের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার, সদর থানার ওসি শাহদারা খান, ওসি (তদন্ত) সাজিবুর রহমানসহ পুলিশের একটি দল রাজকুমারের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে অভিযান চালান।

অভিযান চালানোর এক পর্যায়ে তার ঘরের দেওয়ালের মাঝে লুকিয়ে রাখা ৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান রাজকুমারের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। এদিকে পুলিশের অপর এক অভিযানে মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ার ইশার উদ্দিনের ছেলে তাইজুল নামের অপর এক মাদকব্যবসার বাড়িতে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে তাইজুল বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন