নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আজ রবিবার (১২ ডিসেম্বর), সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
মেহেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন, মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট রাকিবুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।
এসময় মেহেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়।